গতকাল মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। বাংলা ফাল্গুন মাসও প্রায় বিদায়ের পথে। তবে এরইমধ্যে চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৩৪ ডিগ্রির ঘর স্পর্শ করেছে। এ অবস্থায় সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৩ মার্চ) সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘণ্টার দেয়া আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
ঢাকায় উত্তর উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৭ মিনিটে। বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে।
আগামীকাল (১৪ মার্চ) খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়াও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।