Sunday, December 22, 2024

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি : রাষ্ট্রপতি

আরও পড়ুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, তার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুনঃ হাসান আরিফের মৃ..ত্যুতে প্রধান বিচারপতির শোক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ (৮৫) মারা গেছেন। তার মৃত্যুতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেন। একইসঙ্গে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেছেন, তার মৃত্যুতে বাংলাদেশ আইনের জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা কি ভারত ছেড়েছেন?

শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা তিনটার পর রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তার মৃত্যু হয়।

ল্যাব এইড হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হৃদরোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ এফ হাসান আরিফ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এ ছাড়াও তিনি ২০০৮ সালের জানুয়ারি হতে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুনঃ  ৬ বছরের এক শিশুর সন্ধানে ১২০০ জন

এ ছাড়া তিনি ২০০১ সালের অক্টোবর হতে ২০০৫ সালের এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

এ এফ হাসান আরিফ ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালের তিনি কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ১৯৭০ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান হাইকোর্ট এর আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন এবং সেই সময় হতে নিরবচ্ছিন্নভাবে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে আইনপেশা পরিচালনা করে আসছিলেন।

আরও পড়ুনঃ  জয়কে ‘মাস্টারমাইন্ড’ বললেন সোহেল তাজ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আজ বাদ এশা রাজধানীর ধানমন্ডির সাত নম্বর বায়তুল আমান মসজিদে এ এফ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল (২১ ডিসেম্বর) বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ