আলোচিত সেনা কর্মকর্তা লে. তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার অন্যতম দুই আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চকরিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নাছির ও তার সহযোগী এনাম। তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাবের জানায়, গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। নাছির ও অপর দুই আসামি তানজিমকে ঘটনাস্থলে ছুরিকাঘাত করেন।
এর আগে, গত সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত সাড়ে ৩টায় সশস্ত্র ডাকাত দেখে আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়ে এবং ধারালো ছুরি দিয়ে তানজিমকে আঘাত করে। পরে তিনি আহত হলে তাকে কক্সবাজার নেয়ার পথে মারা যান।