Monday, December 23, 2024

সড়ক দুর্ঘটনায় আহত ডা. শাখাওয়াত হোসেনের মৃত্যু

আরও পড়ুন

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ সার্জন অধ্যাপক ডা. এজেডএম শাখাওয়াত হোসেন শাহীন আর নেই।

আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুকেন্দ্র বসু জানান, আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে একটি প্রাইভেটকার মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে গার্মেন্টস যাত্রীবাহী একটি বাস প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটেকারের সামনের অংশ ভেঙে যায়। প্রাইভেটকারে থাকা চিকিৎসক গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  ‘১০ বছরে ২০ ঈদই কেটেছে টাকার মেশিন পাহারা দিয়ে’

স্থানীয়রা তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ডা. এজেডএম শাখাওয়াত হোসেন শাহীনের মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান থানার ওসি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ