আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ছাড়াও সংসদ সচিবালয় পরিচালনার ক্ষেত্রে স্পিকারের প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য দায়িত্ব এখন থেকে পালন করবেন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ বিষয়ে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি।
সোমবার (১৮ নভেম্বর) সরকারের আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে রাষ্ট্রপতির এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়, জাতীয় স্বার্থে জাতীয় সংসদ ভবনসহ সংসদের সকল প্রকার সম্পত্তি রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্য সম্পাদনের জন্য এই অধ্যাদেশ জারি করা হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ ও এতদসংক্রান্ত বিদ্যমান অন্য কোনো আইন বা বিধি-বিধানে যা থাকুক না কেন, এই অধ্যাদেশের বিধানাবলি প্রাধান্য পাবে।
এতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার তার দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত আইনের অধীনে সংসদ সচিবালয় পরিচালনার ক্ষেত্রে স্পিকারের প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা (সংবিধানের অনুচ্ছেদ ৭৪ অনুযায়ী সংসদ কার্য-সংক্রান্ত দায়িত্ব ব্যতীত) সংসদবিষয়ক উপদেষ্টা পালন ও প্রয়োগ করতে পারবেন।
সংসদ সচিবালয় কমিশনের দায়িত্ব ও ক্ষমতা অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন পালন ও প্রয়োগ করতে পারবেন তিনি।
এর আগে, সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টাকে জাতীয় সংসদ সচিবালয়ের প্রশাসনিক দায়িত্ব দেওয়ার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়।