Monday, December 23, 2024

তিন ঘণ্টা দাঁড় করিয়ে র‍্যাগিং, মেডিকেল ছাত্রের মৃত্যু

আরও পড়ুন

ভারতের গুজরাট রাজ্যের পাটন জেলার ধরপুরে অবস্থিত জিএমইআরএস মেডিকেল কলেজে র‍্যাগিংয়ের শিকার এক ছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। কলেজের প্রথম বর্ষের এক ছাত্র, ১৮ বছরের অনিল নটবরভাই মেথানিয়ার অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি তুলেছে তাঁর পরিবার। অভিযোগ উঠেছে, সিনিয়র ছাত্রদের র‍্যাগিংয়ের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

সুরেন্দ্রনগরের বাসিন্দা অনিল মেথানিয়া সম্প্রতি ডাক্তারি পড়ার জন্য জিএমইআরএস মেডিকেল কলেজে ভর্তি হন। গত শনিবার রাতে তাঁকে এবং আরও কয়েকজন প্রথম বর্ষের ছাত্রকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সিনিয়র ছাত্রদের পক্ষ থেকে ডেকে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  মৃত্যুর ১৫ বছর পর কবরে মিললো অক্ষত মরদেহ!

অভিযোগ উঠেছে, সিনিয়ররা তাদের একটানা তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন এবং পরিচয় জানতে চান। এ সময়েই অনিল মাথা ঘুরে মাটিতে পড়ে যান। সহপাঠীরা তাকে তৎক্ষণাৎ কলেজের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

অনিলের পরিবারের দাবি, র‍্যাগিংয়ের কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা উপযুক্ত তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন।

অনিলের এক সহপাঠী গণমাধ্যমকে বলেন, শনিবার রাত ১০টা নাগাদ আমাদের অন্তত ১০-১২ জন প্রথম বর্ষের ছাত্রকে ডেকে পাঠানো হয়েছিল। দুই থেকে তিন ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রাখা হয়। এরপর আমাদের পরিচয় দিতে বলা হয়। অনিল দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ সংজ্ঞা হারিয়ে পড়ে যায়।

আরও পড়ুনঃ  ফজরের নামাজের সময় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ১০০

কলেজের ডিন হার্দিক শাহ জানান, অ্যান্টি র‍্যাগিং কমিটি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

পাটনের পুলিশ সুপার রবীন্দ্র প্যাটেল জানান, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। কলেজের অ্যান্টি র‍্যাগিং কমিটির কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং রোধে কড়া আইন রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের কলেজ থেকে বহিষ্কারসহ ফৌজদারি মামলা রুজু হতে পারে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ