Tuesday, December 24, 2024

ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

আরও পড়ুন

সিলেটে ছাত্রলীগের এক নেতা ও তার সঙ্গীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—দক্ষিণ সুরমার কদমতলির আবদুল বাসিত সেলিমের ছেলে হাসান মাহমুদ (২৫) ও মেন্দিবাগ এলাকার মোহাম্মদ মাজহার (২৬)। আহত হাসান মাহমুদ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার সাইফুল ইসলাম জানান, হাসান মাহমুদ ও মোহাম্মদ মাজহার মেন্দিবাগ এলাকায় দাঁড়িয়ে গল্প করছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত চলে যায়।

আরও পড়ুনঃ  সুপ্রিম কোর্ট বারের সভাপতি খোকন, সম্পাদক মঞ্জুরুল

দুর্বৃত্তরা হাসান মাহমুদের হাত—পায়ের রগ কেটে দিয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ