চুয়াডাঙ্গায় রকি (২৭) নামে এক ছাত্রলীগকর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত রকি পৌর এলাকার মাঝেরপাড়ার বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার মাস্টারপাড়া এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ৯টার দিকে শহরের পুজোতলা এলাকায় কয়েকজন যুবক রকির ওপর হামলা চালায়। এ সময় তারা তাকে বেধড়ক মারধর করে।
একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে রকির ঘনিষ্ঠরা তাকে উদ্ধার করে। তবে কে বা কারা মেরেছে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন জানান, ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। আমরা খোঁজ খবর নিচ্ছি।
এ বিষয়ে জানতে আহত রকিকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তার পরিবারের সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, আহত রকি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক জোয়ার্দ্দারের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত।