Monday, December 23, 2024

আদালতে চাঁদাবাজি, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

আরও পড়ুন

সুনামগঞ্জের আদালতে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ২ ছাত্রদল নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল।

সোমবার (২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার আলম।

বহিষ্কৃত নেতারা হলেন সুনামগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাক হোসেন ও ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা শাখার অধীনস্থ সুনামগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাক হোসেন ও ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহিকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।’

আরও পড়ুনঃ  ডিএনএ টেস্টে মেলেনি ধর্ষণের আলামত, বাদী নিজেই কারাগারে

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, আদালতে চাঁদাবাজির অভিযোগে ২ ছাত্রদল নেতা গ্রেপ্তার হওয়ার পর আমরা একটি সভার মাধ্যমে তাদের দল থেকে বহিষ্কার করেছি। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর আগে একই দিন দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির নাম ভাঙিয়ে জেলা দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ গোলাম কিবরিয়ার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করায় দুই ছাত্রদল নেতাসহ আইনজীবীর এক সহকারীকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ