Tuesday, December 24, 2024

ভারতে মসজিদের ভেতর ঢুকে ইমামকে পিটিয়ে হত্যা

আরও পড়ুন

ভারতের রাজস্থানের আজমিরে একটি মসজিদের ইমাম কে পিটিয়ে হত্যা করেছেন তিন মুখোশধারী ব্যক্তি। নিহত ইমামের নাম মোহাম্মদ মাহির।

পুলিশ জানায়, গত শনিবার রাতে মাহির তার ছয় সন্তানকে নিয়ে রামগঞ্জের কাঞ্চন নগরের একটি মসজিদের ভেতর ঘুমিয়ে ছিলেন।

অজ্ঞাত হামলাকারীরা রাতের বেলা মসজিদের ভেতর প্রবেশ করে ৩০ বছরের মাহিরকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। শব্দ পেয়ে তার ছেলেরা ঘুম থেকে জেগে উঠে সাহায্যের জন্য চিৎকার করলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ইসরায়েলি সেনাকে ধরে নিয়ে গেল ফিলিস্তিনি যোদ্ধারা

হামলাকারীরা মাহিরের মোবাইল ফোনও কেড়ে নেয়। যে কারণে তার সন্তানরা ফোনে সাহায্য চাইতে পারেনি। পরে হামলাকারীরা চলে গেলে তারা মসজিদ থেকে বেরিয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চায়।

পুলিশ জানায়, প্রতিবেশীরা গিয়ে মাহিরকে মৃত অবস্থায় উদ্ধার করে। মাহিরের বাড়ি উত্তর প্রদেশের রামপুরায়।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। বলেছে, তারা হামলাকারীদের পরিচয় সনাক্ত করে তাদের গ্রেপ্তার চেষ্টা করছে।

পুলিশ জানায়, কী কারণে এ হত্যাকাণ্ড তাও এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে।

আরও পড়ুনঃ  রোববার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখতে মুসল্লিদের আহ্বান জানাল সৌদি আরব

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ