Monday, December 23, 2024

নরসিংদীতে ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলির পর গলাকেটে হত্যা

আরও পড়ুন

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য রুবেল আহমেদকে গুলি এবং মৃত্যু নিশ্চিত করতে পরে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ইউনিয়নের পাকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, বিগত নির্বাচনে প্রথমবারের মতো জনপ্রতিনিধি নির্বাচিত হন রুবেল। প্রতিদিনের ন্যায় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে বাড়ি থেকে বের হন রুবেল। মোটরসাইকেলে করে নরসিংদী জজকোর্ট থেকে বাড়ি ফেরার পথে পাকুরিয়া নামক স্থানে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এ সময় তারা শফিক, আপন মিয়া, ইমরুল হক, রুহুল আমিন, রাজিব ও ইয়াকুবসহ কয়েকজনের নাম উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় উপনির্বাচনে গোলাগুলির ঘটনায় ছাত্রদল নেতা আটক

তারা আরও জানান, গুলিবিদ্ধ হয়ে রুবেল ও তার সহযোগী ইসমাইল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। পরে তার মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হত্যাকারীদের গ্রেফতারে কাজ চলছে। পরিবারের অভিযোগগুলো আমলে নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ