Monday, December 23, 2024

জামালপুরের কিছু গ্রামে বিচ্ছিন্নভাবে পালিত হচ্ছে ঈদুল ফিতর

আরও পড়ুন

জামালপুর করেসপনডেন্ট:

আরবি মাসের তারিখ অনুযায়ী ও শাওয়াল মাসের চাঁদ দেখে বিশ্বের সাথে তাল মিলিয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কয়েকটি গ্রামের মানুষ এক সাথে ঈদের নামাজ আদায় করেছেন। বিছিন্নভাবে গ্রামগুলোতে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।

বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা মো: আজিম উদ্দিন।

সরেজমিন দেখা গেছে, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ জামাতে পুরুষের পাশাপাশি নারীদেরকেও অংশগ্রহণ করতে দেখা যায়। উপজেলার বলারদিয়ার, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড় গ্রামের প্রায় দুই শতাধিক মানুষ এ নামাজে অংশ নেয়।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  সিলেট পাসপোর্ট অফিস থেকে সরিয়ে নেওয়া হলো সেই দুই আনসার সদস্যকে

সর্বশেষ সংবাদ