Monday, December 23, 2024

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা ভারতের

আরও পড়ুন

ভারতের নির্বাচনকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।

শনিবার (২৩ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকনোমিক টাইমসের এক প্রতিবেদনে এতথ্য জানা যায়।

গত বছরের ডিসেম্বরে পেঁয়াজ রফতানি না করার সিদ্ধান্ত নেয় বিশ্বের সবচেয়ে বেশি পেঁয়াজ রফতানিকারক দেশ ভারত। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্তের সময়সীমা থাকলেও পেঁয়াজ রফতানি নিয়ে নতুন করে নিষেধাজ্ঞার কথা জানাল দেশটি।

একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশটির সরকার শুক্রবার (২২ মার্চ) জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পেঁয়াজের ওপর রফতানি নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আরও পড়ুনঃ  হামলার ভয়ে জরুরি বৈঠকের ডাক নেতানিয়াহুর

মুম্বাইয়ের একটি রফতানি সংস্থার একজন নির্বাহী জানান, নতুন মৌসুমের ফসলের জন্য সরবরাহ বাড়ছে, সেইসঙ্গে বাজারে পেঁয়াজের দামও যথেষ্ট কমে গেছে। তাই নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোর বিষয়টি আশ্চর্যজনক এবং একেবারেই অপ্রয়োজনীয়।

সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রের কিছু পাইকারি বাজারে পেঁয়াজের ব্যাপক দরপতন হয়েছে। ওই নির্বাহী বলেছেন, ডিসেম্বরে প্রতি একশ কেজি পেঁয়াজের মূল্য ৪ হাজার ৫০০ রুপি ছিল। তা কমে এখন এক হাজার ২০০ রুপিতে নেমেছে।

বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো পেঁয়াজের ঘাটতি পূরণে ভারতের উপর নির্ভরশীল। ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয়ার পর থেকে দেশগুলোতে এর দাম অনেক বেড়ে যায়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ