ষ্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:
নরসিংদীর শিবপুরের কারারচর এলাকার হাড়িধোয়া নদে গোসলে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর এলাকায় এ ঘটনা ঘটে।
দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন উওর কারারচর গ্রামের ফরিদ আহমেদের ছেলে মাহাদী হাসান (১২) ও মিশাল হাসান (৮)।
দুই সন্তানের মৃত্যুর শোক যেন মেনে নিতে পারছেন না তাদের মা মাহমুদা বেগম। জানান, বেলা ১১টার দিকে দুই ছেলে ও তার বন্ধুরা গোসল করতে যায়। তার ছেলেরা সাতার জানতো না। আগে কখনো নদীতে যায়নি তারা। এলাকার লোকজন গিয়ে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করেছে বলেও জানান তিনি।
শিবপুর থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, পরিবার বা এলাকাবাসী আমাদের কেউ জানায়নি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।