সামজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর গুজব ছড়ানোয় বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী ও টিকটক তারকা আরোহী মিম। তিনি জানান, তার মৃত্যুর যে খবর ছড়ানো হয়েছে তা ভুয়া।
অভিনেত্রী, মডেল ও টিকটক তারকা আরোহী মিম। ছবি: ফেসবুক থেকে নেয়া
শুক্রবার (৮ মার্চ) বেশ কয়েকটি ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে আরোহী মিম মারা গেছেন বলে দাবি করা হয়। ভিডিওর ওপরে লেখা শুক্রবার (৮ মার্চ) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরোহী মিম।
এ বিষয়ে জানতে চাইলে শনিবার (৯ মার্চ) সময় সংবাদকে অভিনেত্রী বলেন, ‘আমি মারা যাইনি, বেঁচে আছি। ফেসবুকে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সবই ভুয়া ও গুজব।’
শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। তিনি বলেন, আমি ভুয়া নিউজগুলোর কারণে বিব্রত হচ্ছি। তবে কারা এসব ছড়াচ্ছে সে বিষয়ে কিছু জানেন না অভিনেত্রী।
মিম আরও বলেন, ভিডিওগুলোতে যে ছবি বা ক্লিপ ব্যবহার করা হয়েছে, সেগুলো আমার বিভিন্ন নাটকের দৃশ্য। যার বাস্তবের সাথে কোনো মিল নেই।
আরোহী মিম একজন মডেল, অভিনেত্রী ও টিকটক তারকা। ২০০৪ সালে জন্মগ্রহণ করেন তিনি। আরোহী মিম জনপ্রিয়তা পায় ইউটিউব চ্যানেলে তার শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও এবং টিকটিকে শর্ট ভিডিও বানিয়ে।