গাজীপুরে ঈদ বোনাস ও ওভারটাইমের বকেয়া টাকা পরিশোধের দাবিতে এক পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ককে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রেখেছে। সোমবার মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকার ফাইজা ইন্ডাস্ট্রি লিমিটেড নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, এ পোশাক কারখানায় প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। তাদের গত এক মাসের ওভারটাইমের টাকা বকেয়া রয়েছে। গত কয়েক দিন ধরে শ্রমিকরা ওই টাকা পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ টাকা পরিশোধের আশ্বাস দিয়ে একাধিকবার তারিখ নির্ধারণ করেও পরিশোধ করেনি। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। সোমবার সকালে শ্রমিকরা কারখানায় এলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে।
বিক্ষুব্ধ শ্রমিকরা ওভারটাইমের বকেয়া টাকাসহ ঈদ বোনাস পরিশোধের দাবি জানায়। এ সময় কারখানার এক শ্রমিককে প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান মারধর করেন, এমন সংবাদ ছড়িয়ে পড়লে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। একপর্যায়ে তারা বেলা সাড়ে ১১টার দিকে কারখানা থেকে বের হয়ে পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। সোমবারের মধ্যেই তারা টাকা পরিশোধের দাবি জানায়। এতে মহাসড়কের উভয় দিকে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।
কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশারাফুল ইসলাম জানান, শ্রমিক অসন্তোষ ও মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে মালিক পক্ষের সাথে আলোচনা শেষে শ্রমিকদের পাওনা ওভারটাইমের টাকা বিকেলে পরিশোধের আশ্বাস দিলে দুপুরে শ্রমিকরা মহাসড়কের অবরোধ তুলে নেয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সুত্রঃ একুশে বার্তা