Monday, December 23, 2024

আগামীকাল ঢাকায় শহীদি মার্চ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরও পড়ুন

কোটা বিরোধী আন্দোলনে হতাহতদের স্মরণে আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সারা দেশে শহীদী মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করা হবে। বিকেল ৩টায় রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শুরু হবে এ কর্মসূচি।

আরও পড়ুনঃ  যখন প্রয়োজন তখন পানি দিচ্ছেন না, কিন্তু প্রয়োজন ছাড়া বাঁধ খুলে দিচ্ছেন: হাসনাত

সারজিস জানান, কর্মসূচিটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নিউমার্কেট, মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার ও শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে শহীদী মার্চ।

সংবাদ সম্মেলনে আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, জাতীয় নিরাপত্তার জন্য কাজ করবে ছাত্র আন্দোলন। তবে আইন নিজের কাঁধে তুলে নেওয়া যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, যারা হত্যার সঙ্গে জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করতে আমরা একটি টিম গঠন করছি। জনগণ যেভাবে চায়, সেভাবে গঠন হবে আগামীর বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী পুনর্গঠিত হবে। উদ্দেশ্য হবে চাঁদাবাজি, দুর্নীতি প্রতিরোধ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ