১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর সকালে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বধ্যভূমিতে (গণকবরে) পুষ্পস্তবক অর্পণ, কবিতা আবৃত্তি, প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে ।সন্ধ্যায় গণকবরে মোমবাতি প্রজ্বলন করেন উপজেলা প্রশাসন।
সন্ধ্যায় ৬ ঘটিকায় মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি সোনিয়া হোসেন জিসান, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, মুক্তিযোদ্ধা তোতা মিয়া,সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ বেলাতে হোসেন মিয়া, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চেয়ারম্যান নিলু মিয়া প্রমুখ। এসময় নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালনে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন।
সুত্রঃ একুশে বার্তা