Tuesday, December 24, 2024

রাতভর নিখোঁজ, দিনে থানায় পাওয়া গেল গার্ডিয়ানের নূর মোহাম্মদকে

আরও পড়ুন

রাতভর নিখোঁজের পর বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনের বেলায় থানায় সন্ধান মিললো গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহেরের। নাশকতার একটি মামলায় তাকে রাতেই আটক করে ডিবি পুলিশ। পরে বগুড়ার দুপচাঁচিয়া থানায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বগুড়াস্থ নিজ প্রতিষ্ঠান ইসলামিয়া হাসপাতাল থেকে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় জানিয়েছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার। তিনি জানান, নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিবকে নিয়ে সমালোচনার ঝড়

এর আগে, তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, গতকাল রাত ১১ টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

নূর মোহাম্মদ আবু তাহের দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা এবং তিনি গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার।

পুলিশ জানায়, একই সময় তার গাড়িচালক রাহিম খান এবং সহকারী রমজান আলীকেও গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, নূর মোহাম্মদ আবু তাহেরকে ইউনিয়নের ভান্ডুরিয়া এলাকা থেকে এবং অপর দুজনকে গুনাহারের সাহেব বাড়ি রাস্তার মোড় থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুনঃ  মন্দিরে আগুন, সন্দেহের জেরে ২ ভাইকে পিটিয়ে হত্যা

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা নূর মোহাম্মদ আবু তাহের ১৪ হাজার ৯০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ