চলন্ত ট্রেনে আগুনের খবর ছড়িয়ে পড়ে। তা থেকে বাঁচতে চেইন টেনে ট্রেন থামান যাত্রীরা। এরপর নেমে রেললাইনে হাঁটার সময় অপর ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যাত্রীদের। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, বুধবার রাতে পূর্ব রেলের আসানসোলের বিদ্যাসাগর ও কাশিটার স্টেশনের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনা ঘটেছে। সেখানে অঙ্গ এক্সপ্রেস নামের একটি ট্রেনে আগুন লাগার ভুয়া খবর ছড়িয়ে পড়ে। এরপর যাত্রীরা চেইন টেনে ট্রেন থামিয়ে দেন। পরে ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হাঁটার সময় অপর ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
অন্যদিকে ঝাড়খণ্ডের জামতাড়ায় অপর ট্রেন দুর্ঘটনা ঘটেছে। সেখানে দুর্ঘটনায় ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলওয়ের কর্মকর্তারা। এছাড়া এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র বলেন, দুটি দুর্ঘটনাকে এক করে দেখা হচ্ছে। কিন্তু এগুলোর মধ্যে কোনো মিল নেই। অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগার ঘটনাটি গুজব ছিল। এরপর ট্রেনের ভিতরে কেউ চেইন টানলে জামতাড়ার কাছে ট্রেনটি থেমে যায়। এ সময় উল্টো দিকের লাইন ধরে একটি লোকাল ট্রেন আসছিল। সেই ট্রেনে লাইন ধরে হাঁটা দুই ব্যক্তি কাটা পড়েন।
তিনি জানান, কোথাও আগুন লাগার ঘটনা ঘটেনি। কি কারণে এসব ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।