Wednesday, December 25, 2024

বার কর্তৃপক্ষের সাথে যুবলীগ-ছাত্রলীগের লোকজনের হাতাহাতি ও ভাঙচুরের অভিযোগ

আরও পড়ুন

রামপুরায় একটি বারে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। এসময় বার কর্তৃপক্ষের সাথে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনের ধস্তাধস্তি এবং বারে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে বারটি সিলগালা করে দিয়েছে পুলিশ।

পরে, অভিযুক্ত কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হাতিরঝিল থানায় নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

আরও পড়ুনঃ
এফডিসিতে সাংবাদিকদের মারধর করল অভিনয়শিল্পীরা

খল অভিনেতা অভিনেতা শিবা শানু ও নবনির্বাচিত শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও সহসভাপতি নায়ক রুবেলের নেতৃত্বে সাংবাদিকদের ব্যাপক মারধর করেছে জুনিয়র শিল্পীরা। এ ঘটনায় দেশ টিভির দেব রায় দিপ্তসহ ৯-১০ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকটি গণমাধ্যমের ক্যামেরাপার্সন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  মায়ের মরদেহের পাশ থেকে শিশু উদ্ধার, মিলছে না নাম-পরিচয়

মঙ্গলবার (২৩ এপ্রিল) মিশা-ডিপজলদের আয়োজিত শপথ গ্রহণ ও দোয়া মাহফিলের পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

আহতদের একজন খবরের কাগজের মিঠুন আল মামুন। তিনি বলেন, আমি একজন শিল্পীর সাক্ষাৎকার নিচ্ছিলাম। এ সময় খল অভিনেতা শিবা শানু আমাকে জিজ্ঞেস করে কেন সাক্ষাৎকার নিচ্ছি। এ সময়, তিনি আমার ওপর হামলা চালান। মারধর শুরু করেন। এ সময় নিউজ টোয়েন্টিফোরের ভিডিও জার্নালিস্ট এগিয়ে এলে জয় চৌধুরী অশ্লীল গালি দিয়ে জুনিয়র শিল্পীদের মারধর করতে নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  হঠাৎ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

মিঠুন বলেন, এসময় জুনিয়র শিল্পীরা যে যেভাবে পেরেছে মারধর শুরু করে। চেয়ার উঠিয়ে মেরেছে, ক্যামেরা ভাঙচুর করেছে। আমাদের ক্যামেরা পারসনের মাথায় ৭ টি সেলাই পরেছে। এমন আরো অনেকেই আহত হয়েছে। এছাড়াও বাংলাভিশন ও অন্যান্য গণমাধ্যমের বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ বিষয়ে জয় চৌধুরী বলেন, কেও যদি বলতে পারে আমি কারোর গায়ে হাত দিয়েছি বা বকা দিয়েছি অথবা কোন ফুটেজ দেখাতে পারে । আমার বিচার আপনাদের উপর ছেরে দিলাম। যখন কয়েকজন সমিতির দেওয়ার টপকাই শানু ভাইকে মারার জন্যে আসতে ছিলো তখন আমি ঠেকাতে না পেরে এগ্রেসিভ হয়ে গেছি। বাট ওরা আমার কোন পরিচিত সাংবাদিক ছিলো না।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ